E-Mail Server

E-Mail Server

  • ই-মেইল সার্ভার নেটওয়ার্কের একটি কম্পিউটার যা ভার্চুয়াল পোস্ট অফিস হিসেবে কাজ করে।
  • ই-মেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রটোকল ব্যবহার করা হয়।
  • POP: পূর্ণরূপ Post Office Protocol। ব্যবহারকারী যেসকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
  • মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রটোকল POP3।
  • SMTP: পূর্ণরূপ Simple Mail Transfer Protocol
  • যে সকল মেইল বাহিরে পাঠানো হয়, সেগুলোকে বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়। আউটগোয়িং মেইল পাঠানোর জন্য SMTP ব্যবহৃত হয়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি