ক্লাউড কম্পিউটিংয়ের শ্রেণিবিভাগ
- সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস মডেলকে ৩টি ভাগে ভাগ করা যায়। যথা:
- অবকাঠামোগত সেবা (Infrastructure as a Service-laaS)
- প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a Service- PaaS)
- সফটওয়্যার সেবা (Software as a Service-SaaS)
- ক্লাউডের অবস্থান অথবা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটিং সেবার বিস্তৃতি অনুসারে একে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়। যথা:
- পাবলিক ক্লাউড (Public Cloud)
- প্রাইভেট ক্লাউড (Private Cloud)
- মিশ্র বা হাইব্রিড ক্লাউড (Hybrid Cloud)
- NIST (National Institute of Standards and Technology) Cloud Computing-এর বৈশিষ্ট্য নির্ধারণ করে।
- ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি অ্যামাজন ক্লাউড কম্পিউটিং শুরু করে। অ্যামাজন এর ক্লাউড প্ল্যাটফর্ম হলো AWS (Amazon Web Services)।
- মাইক্রোসফটের ক্লাউড সেবা দানকারী প্ল্যাটফর্ম AZURE.