অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন (Asynchronous Transmission)
- এই পদ্ধতিতে প্রেরক হতে গ্রাহকে একটি একটি করে ক্যারেক্টার পাঠানো হয়।
- প্রাইমারী স্টোরেজ ডিভাইসের (RAM, Cache or CPU Memory) প্রয়োজন হয় না।
- ধীর গতিতে অল্প পরিমাণ ডেটা পাঠানোর ক্ষেত্রে এই পদ্ধতির ব্যবহার সুবিধাজনক।
- উদাহরণ: কম্পিউটারের কীবোর্ডের মাধ্যমে ডেটা স্থানান্তর।