মাইক্রোওয়েভ (Microwave)

মাইক্রোওয়েভ (Microwave)

  • সেকেন্ডে প্রায় ১ গিগা বা তার চেয়ে বেশিবার কম্পন বিশিষ্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে মাইক্রোওয়েভ বলে।
  • মাইক্রোওয়েভ সিস্টেমে মূলত ২টি ট্রান্সসিভার থাকে।
  • মাইক্রোওয়েভ বাঁকা পথে চলাচল করতে পারেনা।
  • মাইক্রোওয়েভ যোগাযোগ দু'ধরনের হতে পারে। যথা:
  1. টেরিস্ট্রিয়াল (Terrestrial)
  2. স্যাটেলাইট (Satellite)
Reference: