ব্লু-টুথ (Bluetooth)

ব্লু-টুথ (Bluetooth)

  • দশম শতাব্দীর ডেনমার্ক এবং নরওয়ের রাজা Harold Bluetooth এর নামানুসারে Bluetooth এর নামকরণ করা হয়।
  • কম ক্ষমতাসম্পন্ন বেতার তরঙ্গ ব্যবহার করা হয়।
  • Bluetooth এর মাধ্যমে সংযুক্ত ডিভাইসের নেটওয়ার্ককে Piconet বলা হয়।
  • Bluetooth IEEE 802.15 স্ট্যান্ডার্ড মেনে চলে।
  • ব্লুটুথ ১০ মি থেকে ১০০ মি পর্যন্ত দূরত্বের মধ্যে কাজ করে। হটস্পট প্রযুক্তিগুলোর মধ্যে Bluetooth এর কভারেজ সবচেয়ে কম।
Reference: