বার্ষিক গতির ফল

(১) ঋতু পরিবর্তনঃ তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে চারটি ভাগে ভাগ করা হয় । এ প্রতিটি ভাগকে একটি ঋতু বলা হয়। এগুলো হল গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল।

(২) দিবারাত্রির হ্রাস-বৃদ্ধিঃ  নিরক্ষরেখায় সারাবছর দিবারাত্রি সমান থাকে । কিন্তু বার্ষিক গতির কারণে উত্তর ও দক্ষিণ গোলোর্ধে দিবারাত্রির হ্রাস-বৃদ্ধি হয়।

উত্তর গোলার্ধ- দীর্ঘতম দিন ও  ক্ষুদ্রতম রাত- ২১ জুন

উত্তর গোলার্ধ- ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম রাত- ২২ ডিসেম্বর

দক্ষিণ গোলার্ধ- ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম রাত- ২১ জুন

দক্ষিণ গোলার্ধ- দীর্ঘতম দিন ও  ক্ষুদ্রতম রাত- ২২ ডিসেম্বর

পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান-- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর

Reference: MP3 বিজ্ঞান