২৩°৩০' দক্ষিণ অক্ষাংশ রেখাকে বলা হয় মকরক্রান্তি রেখা। রেখাটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ ভাগ, আফ্রিকার দক্ষিণভাগ এবং ওশেনিয়া মহাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। যে সকল দেশের উপর দিয়ে রেখাটি অতিক্রম করেছে, সেগুলো হলো- ব্রাজিল, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, চিলি, টোঙ্গা, ফিজি, অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, মোজাম্বিক, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, কুক দ্বীপপুঞ্জ (নিউজিল্যান্ড), নিউ ক্যালিডোনিয়া (ফ্রান্স)।
সুমেরুবৃত্ত (Arctic circle): ৬৬°৩৩ উত্তর অক্ষাংশকে বলা হয় সুমেরুবৃত্ত ।
কুমেরুবৃত্ত (Antarctic circle): ৬৬ ৩৩ দক্ষিণ অক্ষাংশকে বলা হয় কুমেরুবৃত্ত ।
পৃথিবীর মেরু অঞ্চল (Polar region of the earth): ২ টি। যথা-
ক) উত্তর মেরুঃ আর্কটিক সাগরে অবস্থিত।
খ) দক্ষিণ মেরুঃ এন্টার্কটিকা মহাদেশে অবস্থিত।