ফ্লাট প্যানেল মনিটর
✓ এ ধরনের মনিটরে কোনো ইলেকট্রন গান থাকে না।
✓ সাধারণত ক্যাথোড রশ্মি টিউবের পরিবর্তে LCD (Liquid Crystal Display) বা LED (Light Emitting Diode) প্রযুক্তি ব্যবহার করা হয়।
✓ ফ্লাট প্লেট মনিটর ওজনে হালকা, অল্প জায়গা দখল করে এবং বিদ্যুৎ খরচ অনেক কম।
✓ LED মনিটরের ডিসপ্লে কোয়ালিটি LCD মনিটর অপেক্ষা ভালো এবং চোখের জন্য বেশি স্বাচ্ছন্দ্যময় ও স্থায়িত্বকাল অনেক বেশি।
✓ ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে LCD ডিসপ্লে ব্যবহার করা হয়।