লেজার প্রিন্টার

লেজার প্রিন্টার

  • সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম।
  • লেজার প্রিন্টারের সাহায্যে ইলেকট্রো স্ট্যাটিক চার্জের মাধ্যমে কাগজে উল্টো করে লেখা বা ইমেজ ছাপানো হয়।
  • কার্বন কণা বা গুঁড়ো কালি লেজার প্রিন্টারের 'টোনারে' সংরক্ষিত থাকে।
  • প্রিন্টারের গতি PPM (Pages Per Minute) এককে প্রকাশ করা হয়।
  • লেজার প্রিন্টারকে পেজ প্রিন্টার ও বলা হয়।
  • উদাহরণ: HP Laserjet, Canon LBP 3500 ইত্যাদি।
Reference: