MakeMCQ
Blog
Teacher
MakeMCQ
Home
Teacher
ROM
ROM
ROM-এর পূর্ণরূপ Read Only Memory
ROM স্থায়ীভাবে ডাটা ও নির্দেশ সংরক্ষণের জন্য উপযোগী।
এতে তথ্য সংযোজন, সংশোধন বা পরিবর্তন করা যায় না।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে ROM এর তথ্য মুছে যায় না।
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি।
Read করা যায়, কিন্তু Write করা যায়না।
ROM বিভিন্ন বকম হতে পারে। যেমন-
MROM Mask Read Only Memory
PROM Programmable Read Only Memory। অস্থিতিশীল ও মাত্র একবার লেখা যায়।
EPROM Erasable Programmable Read Only Memory। প্রোগ্রাম করা যায় এবং প্রয়োজনে মুছে ফেলা যায়।
EEPROM - Electrically Erasable PROM। পেনড্রাইভে EEPROM ব্যবহার হয়।
EAPROM - Electrically Alterable PROM
Reference: