ম্যাগনেটিক টেপ

ম্যাগনেটিক টেপ

  • ম্যাগনেটিক টেপ হলো ম্যাগনেটিক রেকর্ডিং এর একটি মাধ্যম যা প্লাস্টিকের ফিল্যের দীর্ঘ ও সরু মাধ্যমের উপর পাতলা চৌম্বকীয় আবরণ দিয়ে তৈরি।
  • ম্যাগনেটিক টেপ অডিও ভিডিও টেপের মতোই এক ধরনের প্লাস্টিকের ফিতা। এ ফিতা রিলে জড়ানো অবস্থায় বা ক্যাসেট আকারে পাওয়া যায়।
  • ক্যাসেটের ফিতার শব্দ চৌম্বক ক্ষেত্র হিসেবে রক্ষিত থাকে।
  • বেশিরভাগ টেপের ম্যাগনেটিক বা চৌম্বকীয় পৃষ্ঠাটি আয়রন অক্সাইড দ্বারা তৈরি। তবে কিছু কিছু টেপে ক্রোমিয়াম অক্সাইড ব্যবহৃত হয়।
Reference: