তৃতীয় প্রজন্মের ভাষা

তৃতীয় প্রজন্মের ভাষা: উচ্চতর ভাষা (১৯৬০)

  • উচ্চস্তরের ভাষায় মানুষের বোধগম্য শব্দ এবং বাক্য ব্যবহার করা হয়ে থাকে।
  • উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রাম যেকোনো কম্পিউটারে ব্যবহার করা যায়।
  • উচ্চতর ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তরিত করার জন্য কম্পাইলার (Compiler) বা ইন্টারপ্রেটার (Interpreter) সফটওয়্যার ব্যবহার করা হয়।
  • উদাহরণ: FORTRAN, COBOL, Ada, BASIC, Pascal, C, C++, Java ইত্যাদি।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি