চতুর্থ প্রজন্মের ভাষা

চতুর্থ প্রজন্মের ভাষা: অতি উচ্চতর ভাষা (১৯৭০)

  • কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য উদ্ভাবিত বিশেষ কয়েকটি ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বলা হয়।
  • অতি উচ্চতর ভাষ্য কথোপকথন রীতিতে প্রশ্ন-উত্তরের মাধ্যমে কম্পিউটারের সাথে ব্যবহারকারীর যোগাযোগের ব্যবস্থা করে থাকে। পুঙ্খানুপুঙ্খ বা বিস্তারিতভাবে প্রকিয়াকরণের বর্ণনা দিতে হয় না বলে চতুর্থ প্রজন্মের ভাষাকে ননপ্রসিডিউরাল ল্যাংগুয়েজও বলা হয়।
  • এ সকল ভাষা ব্যবহার করে সহজেই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায় বলে একে Rapid Application Development (RAD) টুলও বলা হয়।
  • উদাহরণ: SQL, Matlab, FOCUS, Python, Intellect, CSL ইত্যাদি।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি