পঞ্চম প্রজন্মের ভাষা

পঞ্চম প্রজন্মের ভাষা: স্বাভাবিক ভাষা (১৯৮০)

  • পঞ্চম প্রজন্মের প্রোগ্রামের ভাষ্য হিসেবে মানুষের স্বাভাবিক ভাষা বা Natural Language ব্যবহারের চেষ্টা চলছে।
  • Natural Language দুই প্রকার। যথা-
    1. একটি হলো মানুষের ভাষা। যেমন- ইংরেজি, বাংলা, আরবি, ফারসি ইত্যাদি এবং
    2. অন্যটি হলো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যা মানুষের ভাষা ব্যবহার করে কম্পিউটারের সাথে স্বাভাবিক সম্পর্ক তৈরি করে।
  • এই ধরনের ভাষাকে মেশিনের ভাষায় অনুবাদের জন্য ব্যবহৃত অনুবাদককে বুদ্ধিমান কম্পাইলার (Intelligent Compiler) বলে। এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের একটি ক্ষেত্র।
  • উদাহরণ: Prolog, Mercy, OPS5
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি