Stack
স্ট্যাক
- স্ট্যাক এমন একটি ডাটা স্ট্রাকচার যাতে নতুন ডাটা সবার উপর যুক্ত হয়।
- সবচেয়ে উপরের ডাটা বা সর্বশেষ ডাটা সবার আগে প্রসেস হবে। একে Last In First Out (LIFO) বলে।
- স্ট্যাক এ ডাটা রাখাকে Push এবং স্ট্যাক হতে ডাটা তুলে নেওয়াকে Pop বলে।
- ধারণক্ষমতার অতিরিক্ত ডাটা স্ট্যাক এ Push করলে তা আপনাআপনি স্ট্যাক হতে বের হয়ে (Pop) যায়, একে Over flow বলে।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি