মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন অংশ

মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন অংশ

Title Bar:

  • স্ক্রিনের একেবারে উপরে অবস্থিত।
  • টাইটেল বারে উইন্ডোর নাম থাকে।

Menu Bar:

  • টাইটেল বারের নিচের লাইনে যেখানে File, Edit, View, Insert, Format, Tools, Table, Window, Help ইত্যাদি লিখা থাকে তাকে মেনু বার বলে।

Tool Bar

  • মেনু বারের নিচের দিকে কতগুলো ছোট ছোট আইকন দেখা যায় এরূপ কতগুলো আইকন একত্রে টুল বারে প্রদর্শিত হয়।
  • সর্বনিম্ন ফন্ট সাইজ ৮ এবং সর্বোচ্চ ফন্ট সাইজ ৭২
  • বিভিন্ন রকমের টুলবার আছে। যেমন- স্ট্যান্ডার্ড, ফরমেটিং, ড্রয়িং টুলবার ইত্যাদি।

Scroll Bar

  • এম এস ওয়ার্ড উইন্ডোর নিচে এবং ডান পার্শ্বে দুইটি বার থাকে, এই বার দুইটিকে স্ক্রোল বার বলে।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি