Font

Font

✓ Font হচ্ছে বর্ণ বা অক্ষর, যতিচিহ্ন, সংখ্যা, গাণিতিক চিহ্ন ইত্যাদি মিলিয়ে একটি সম্পূর্ণ লিপিমালা। 

✓ ফন্ট সাইজ লিস্টে ৪ থেকে 72 পর্যন্ত ফন্ট সাইজ Select করা যায়। 

✓ বহুল প্রচলিত কয়েকটি ইংরেজি ফন্ট ফরম্যাট: Times New Roman, Arial, Calibri, Cambria ইত্যাদি। 

✓ মাইক্রোসফট ওয়ার্ডে ফন্ট স্টাইল ৪ ধরনের। যথা- 

  • Regular,
  • Italic,
  • Bold
  • Underline.

✓ বাংলা টাইপের জন্য সবচেয়ে জনপ্রিয় ফন্ট হলো SutonnyMJ.

✓ সরকারি অফিসে নিকষ ফন্ট ব্যবহারের নির্দেশনা রয়েছে।

✓ Ekush, Falgun, Sushree ইত্যাদি ফন্টগুলো বাংলায় টাইপিং জগতে জনপ্রিয়।

Superscript: নরমাল টেক্সটের চেয়ে আকারে একটু ছোট এবং টেক্সটের পরে সামান্য উপরে অবস্থিত বর্ণ বা সংখ্যাকে Superscript বলে। যেমন: a' শব্দটিতে a এর পরের 2 সংখ্যাটি Superscript.

Subscript: নরমাল টেক্সটের চাইতে আকারে একটু ছোট এবং নরমাল টেক্সটের পরে সামান্য নিচে অবস্থিত বর্ণ বা সংখ্যাকে Subscript বলে। যেমন: H₂O শব্দটিতে H এর পরের সংখ্যা 2 হলো Subscript.

Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি