সারি
সারি (Row)
- ওয়ার্ক শিটের অনুভূমিক রেখা অর্থাৎ বামদিক থেকে ডানদিকের পাশাপাশি ঘরকে বলা হয় সারি। প্রত্যেকটি সারিকে ইংরেজি 1, 2, 3 ইত্যাদি সংখ্যা দিয়ে চিহ্নিত করা যায়।
- Excel এর পুরাতন ফরম্যাট .xls এ মোট সারির সংখ্যা ছিল 2^16 বা 65,536টি। নতুন ফরম্যাট .xlsx এ মোট সারির সংখ্যা 2^20 বা 1,048,576 টি।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি