সেল

সেল (Cell)

  • ওয়ার্কশিটের প্রতিটি আয়তাকার অংশই একটি সেল বা ঘর হিসেবে পরিচিত। এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে সেল বলে।
  • কলাম ও সারির সংযোগস্থানে অবস্থিত ঘরটিকে ঐ ঘরের অবস্থান হিসেবে উল্লেখ করা হয়। যেমন A কলামের এবং এ সারির সংযোগস্থলে অবস্থিত ঘরটি হচ্ছে A4। কোনো ঘর নির্দিষ্ট করে বুঝাতে '$' চিহ্ন ব্যবহৃত হয়। যেমন: $A $4।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি