ফাংশন
ফাংশন (Function)
- কোনো ফর্মুলা গঠন করে স্বয়ংক্রিয়ভাবে কোনো কাজ করা বা পরিগণনা করাকে ফাংশন বলে।
- ফর্মুলার সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফাংশন। যেমন: B1, B2, B3 এর যোগফল বের করার ক্ষেত্রে, ফর্মুলা B1+B2+B3 ফাংশন = Sum (B1:B3)
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি