এক্সেল এর কিছু গুরুত্বপূর্ণ ফাংশন ও ব্যবহার

এক্সেল এর কিছু গুরুত্বপূর্ণ ফাংশন ও ব্যবহার:

ফাংশনব্যবহার
SUMএক্সেল এর সবচেয়ে বেশি ব্যবহৃত ফাংশন। এ সূত্রের মাধ্যমে কোন নির্দিষ্ট রেঞ্জের সেলের সংখ্যাসমূহের যোগফল নির্ণয় করা হয়। Sum ফাংশন ব্যবহারের নিয়ম:= sum(range) বা sum(A1:A20)
AVERAGEকোন নির্দিষ্ট রেঞ্জের সেলের সংখ্যাসমূহের গড় নির্ণয় করা হয়।
MAXসর্ববৃহৎ সংখ্যা নির্ণয় করা হয়।
MINসর্বনিম্ন সংখ্যা নির্ণয় করা হয়।
COUNTএকটি নির্দিষ্ট রেঞ্জের সেলে কয়টিতে সংখ্যা আছে তা গণনা করতে ব্যবহৃত হয়। সংখ্যা ছাড়া অন্য কোন এন্ট্রি গণনা করে না।
COUNTAএকটি নির্দিষ্ট রেঞ্জের সেলে কয়টিতে নাম্বার বা টেক্সট আছে সেটা গণনা করে। অর্থাৎ খালি নয় (non-empty) সেলগুলোকে গণনা করে।
PRODUCTনির্দিষ্ট রেঞ্জের সেলের সংখ্যাগুলোর গুণফল নির্ণয় করে।
ABSকোন সংখ্যার পরমমান নির্ণয় করে।
SQRTকোন সংখ্যার বর্গমূল নির্ণয় করে।
MODভাগশেষ নির্ণয় করে।
LENএকটি শব্দে কয়টি বর্ণ আছে তা গণনা করে।
IFIF একটি লজিক্যাল ফাংশন। কোন কিছুর উপর শর্তারোপ করে তার ভিত্তিতে ভিন্ন ফলাফল প্রদর্শন করতে IF ফাংশন ব্যবহৃত হয়। <br> IF ফাংশন ব্যবহারের নিয়ম: IF(Condition, A, B) যেখানে Condition সত্য হলে ফলাফল হবে A এবং মিথ্যা হলে ফলাফল হবে B.
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি