Attribute

এট্রিবিউট

  • এট্রিবিউট হলো Entity এর বৈশিষ্ট্য।
  • ডেটা Table এ প্রতিটি এট্রিবিউট এর জন্য একটি কলাম বরাদ্দ থাকে। অর্থাৎ ডেটা Table গঠন করার পর এট্রিবিউট গুলো কলামের ন্যায় দেখায়, যাকে Field ও বলা হয়।
  • প্রদত্ত ডেটা Table এ আইডি নং, নাম, বয়স ও ওজন প্রতিটি কলামই এক একটি এট্রিবিউট।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি