কী
কী (Key)
- সাধারণত যে ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো সম্পন্ন করা হয় সেই ফিল্ডকে কী-ফিল্ড বলে। যেমন- ক্লাসে ছাত্রদের রোল নম্বরের ভিত্তিতে শনাক্তকরণ, ফলাফল ঘোষণা ও স্কলারশিপ বিতরণ করা হয়- তাই রোল নম্বরকে কী ফিল্ড বলা হয়।
- কী ফিল্ড প্রধানত তিন ধরনের হতে পারে। যথা-
- প্রাইমারি কী
- কম্পোজিট প্রাইমারি কী
- ফরেন কী
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি