Query Language

Query Language

✓ ডেটাবেসে ডেটা প্রবেশ করানো, ডেটা পুনরুদ্ধার করা, ডেটা মডিফাই অথবা ডিলিট করা ইত্যাদি অপারেশনগুলোকে কুয়েরি বলে।

✓ শর্তযুক্ত তথ্য খোঁজ, সংরক্ষণ ও প্রদর্শন করাও কুয়েরি।

✓ ৩টি কুয়েরি ল্যাংগুয়েজ সর্বাধিক গ্রহণযোগ্যতা পেয়েছে। যথা-

  • QUEL (Query Language)
  • QBE (Query By Example)
  • SQL (Structured Query Language)

✓ ডেটাবেস থেকে কোন তথ্য খোঁজার জন্য SQL ব্যবহার হয়।

Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি