LAN
LAN
- LAN এর পূর্ণরূপ- Local Area Network.
- একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থানকারী (যেমন: নির্দিষ্ট ভবন, ক্যাম্পাস) পারসোনাল কম্পিউটারসমূহ যে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত থাকে তাকে LAN বলে। যেমন: কলেজ-বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারসমূহের নেটওয়ার্ক।
- স্বল্প দূরত্বে নেটওয়ার্কিং এর জন্য এটি ব্যবহৃত হয়।
- রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ ১ কি.মি. পর্যন্ত করা যায়।
- LAN এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি