WAN

WAN

  • WAN এর পূর্ণরূপ- Wide Area Network.
  • দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অথবা একদেশ থেকে অন্যদেশের মধ্যে যে নেটওয়ার্ক সংযোগ থাকে তাকে WAN বলে। যেমন: ইন্টারনেট, স্যাটেলাইট।
  • নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে নেটওয়ার্ক ৩ প্রকার। যথা:
  1. ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক
  2. পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক
  3. হাইব্রিড নেটওয়ার্ক
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি