ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক

ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক

  • এক বা একাধিক ডেডিকেটেড সার্ভারের সমন্বয়ে গঠিত। ডেডিকেটেড সার্ভার- একটি স্বয়ংসম্পূর্ণ ইন্টারনেট সার্ভার যেখানে ব্যবহারকারী নিজ পছন্দমত Operating System, Hardware, Software ব্যবহার করে।
  • নেটওয়ার্কের একটি কম্পিউটার যদি অন্যদের রিসোর্স ব্যবহার করার সুযোগ দেয় তাকে বলে সার্ভার।
  • সার্ভারের সাথে যুক্ত কম্পিউটারকে বলে ক্লায়েন্ট।
  • ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্কের বৈশিষ্ট্য:
  • (i) ট্রাফিক কন্ট্রোল করা সহজ।
  • (ii) সার্ভার সকল রিসোর্স নিয়ন্ত্রণ করে।
  • সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয়-ওয়ার্ক স্টেশন।
  • ক্লায়েন্ট টার্মিনাল দুই ধরনের হয়। যথা:
  • (i) Thin client: শুধুমাত্র কীবোর্ড ও মনিটর থাকে। কোন প্রসেসিং ইউনিট থাকে না। অন্য নাম ডাম্ব টার্মিনাল।
  • (ii) Thick client: কীবোর্ড, মনিটর এবং নিজস্ব প্রসেসিং ইউনিট থাকে।

 

Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি