ধাতুর সক্রিয়তার ক্রম

ধাতুর সক্রিয়তার ক্রম : যে সকল ধাতু বাতাসের অক্সিজেনের সাথে সহজেই বিক্রিয়া করে এবং ক্ষয়প্রাপ্ত হয় তাদেরকে সক্রিয় ধাতু বলে। যার সক্রিয়তা যত বেশি সে তত সহজে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে । সকল ধাতুর সক্রিয়তা সমান নয় । ধাতুসমূহকে তাদের সক্রিয়তা অনুসারে সাজালে যে ক্রম পাওয়া যায় তাকে ধাতুর সক্রিয়তা ক্রম বলা হয়। ক্রমটি-

পটাসিয়াম (K) > সোডিয়াম (Na) > ক্যালসিয়াম (Ca) > ম্যাগনেসিয়াম (Mg) > অ্যালুমিনিয়াম (Al) > দস্তা (Zn) > লোহা (Fe) > টিন Sn > লেড (Pb) > হাইড্রোজেন (H) > কপার (Cu)> পারদ (Hg) > রূপা (Ag) > প্লাটিনাম (Pt) > সোনা (Au)।

মনে রাখার সহজ উপায় : কে না কে ম্যাকগাইভার এল যেন ফিরে সুমনাকে পাবে হায়, কুলাংগার হাজী আজি পেটাবে আমায়. (K Na Ca Mg Al Zn Fe Sn Pb H Cu, Hg, Ag, Pt, Au)

Reference: MP3 বিজ্ঞান