মৃৎক্ষার ধাতু

মৃৎক্ষার ধাতু (Alkali earth metals): যে সকল ধাতু ভূ-ত্বকের মৃত্তিকার উপাদানরূপে পাওয়া যায় এবং পানির সঙ্গে বিক্রিয়া করে ক্ষারক গঠন করে, তাকে মৃৎক্ষার ধাতু বলে। উদাহরণ: ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। পর্যায় সারণিতে মৃৎক্ষার ধাতুগুলোর অবস্থান IIA গ্রুপে। পর্যায় সারণীর IIA গ্রুপের মৌলসমূহ (মনে রাখার সহজ কৌশল)

বিরিয়ানী - Be (বেরিলিয়াম)

মোগলাই - Mg (ম্যাগনেসিয়াম)

কাবাব- Ca (ক্যালসিয়াম)

সরিয়ে - Sr (স্ট্রনসিয়াম)

বাটিতে- Ba (বেরিয়াম)

রাখ- Ra (রেডিয়াম)

সোডিয়াম (Na), পটাসিয়াম (K), ক্যালসিয়াম (Ca) এবং লেড (Pb) বেশ নরম এবং ছুরির সাহায্যে কাটা যায় । {মনে রাখার সহজ কৌশল : পাব (Pb) না (Na) কেয়া (Ca) কে (K) । }

Reference: MP3 বিজ্ঞান