কঠিন বা তরল মৌলিক পদার্থের ক্ষেত্রে সাধারণতঃ দেখা যায় অনেক পরমাণু একসাথে থাকে, কোন অণু গঠন করে না। তাই এ ধরনের মৌলের ক্ষেত্রে অণুর সংকেত লেখা হয় না। যেমন, সোডিয়াম, লোহা, কপার ইত্যাদি। তবে গ্যাসীয় মৌলসমূহের ক্ষেত্রে সাধারণত দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে। এজন্য তাদের সংকেত লেখা হয় প্রতীকের নিচে ডানপাশে ছোট করে ২ লিখে। যেমন অক্সিজেনের সংকেত O,, নাইট্রোজেনের সংকেত N2 । তবে কিছু কিছু তরল ও কঠিন মৌলের ক্ষেত্রেও দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে। তাদেরও সংকেত লেখা হয় প্রতীকের নিচে ডানপাশে ছোট করে ২ লিখে। যেমন ব্রোমিন (তরল) এর সংকেত Br । নিচে কিছু মৌলের সংকেত দেয়া হলো :
হাইড্রোজেন- H- H2
নাইট্রোজেন-N- N2
অক্সিজেন-O-O2
ফ্লোরিন-F-F2
ক্লোরিন-Cl- Cl₂
ব্রোমিন-Br- Br₂
আয়োডিন- I- I2