১৯৭২ সালের ১০ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে সংবিধান প্রণয়নে খসড়া কমিটি গঠন করা হয়।
ড. কামাল হোসেন এই কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন, কমিটির সদস্য সংখ্যা ছিল ৩৪ জন।
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু।
১৪ নভেম্বর, ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। এজন্য ৪ নভেম্বরকে বাংলাদেশের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়।
বাংলাদেশ সংবিধানে ১টি প্রস্তাবনা ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ এবং ৭টি তফসিল রয়েছে।
চারটি আদর্শকে অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ও ধর্মনিরপেক্ষতাকে ১৯৭২ সালের সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে।
১৯৭৩ সালে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয়।
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান।