তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর নবম জাতীয় সংসদের প্রধান বিরোধীদল বিএনপি এবং তার শরিক জোটগুলো নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা পুনরায় চালু করার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন দেয়।
নানামুখী সমঝোতা চেষ্টার পরও বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো অংশগ্রহণমূলক একটি নির্বাচনের শর্তপূরণে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা National Democratic Institute (NDI) International Republican Institute (IRI) এ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠায় নি।
৫ জানুয়ারি ২০১৪ সালে এ নির্বাচন অনুষ্ঠিত হয় যাতে BNP সহ অধিকাংশ দল অংশ নেয়নি।
নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনটি নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়।
জাতীয় পার্টি দশম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ছিল।