আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ

  • বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের যোগ্যতা যাচাই করতে ১৯৭৭ সালে অধিনায়ক আনোয়ারুল কবির শামীমের নেতৃত্বে 'বাংলাদেশ ক্রিকেট দল' ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাব (MCC) এর বিপক্ষে একটি ক্রিকেট ম্যাচ খেলে।
  • ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন দিনের সেই ম্যাচটি ড্র হয়। পরে ২৬ জুলাই ১৯৭৭ সালে MCC এর সুপারিশক্রমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এর সহযোগী সদস্যপদ লাভ করে।
  • ১৯৭৮ সালে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে শ্রীলংকার বিপক্ষে। ৩ দিনের এই ম্যাচে বাংলাদেশ এক ইনিংস ও ৯ রানে পরাজিত হয়।
  • ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রথম আই.সি.সি ট্রফিতে বাংলাদেশ অংশগ্রহণ করে। আন্তর্জাতিক কোন ক্রিকেট আসরের এটি ছিল বাংলাদেশের প্রথম অংশ গ্রহণ। বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন শফিকুল হক হীরা।
  • ১৯৯৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ষষ্ঠ ICC ট্রফির ফাইনালে বাংলাদেশ কেনিয়াকে ২ উইকেটে পরাজিত করে। ১৫ জুন, ১৯৯৭ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে।
  • ১৭ মে, ১৯৯৮ সালে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ওডিআই ম্যাচ জয়লাভ করে কেনিয়ার বিপক্ষে।
  • ২৬ জুন, ২০০০ সালে বাংলাদেশ ICC এর দশম সদস্য দেশ হিসেবে টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা লাভ করে।
  • ২৪ নভেম্বর, ২০১১ সালে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল যুক্তরাষ্ট্র মহিলা ক্রিকেট দলকে ৯ উইকেটে পরাজিত করে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে।
  • ১ এপ্রিল, ২০২১ সালে বাংলাদেশ মহিলা (প্রমিলা) ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী