২৬ জুন, ২০০০ সালে বাংলাদেশ ICC এর দশম সদস্য দেশ হিসেবে টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা লাভ করে।
১০-১৩ নভেম্বর, ২০০০ সালে বাংলাদেশ ১ম টেস্ট ক্রিকেট খেলে ভারতের বিপক্ষে। এই টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয় নাইমুর রহমান দুর্জয়।
বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান বাংলাদেশি ব্যাটার মো. আশরাফুল। ২০০১ সালে তিনি তার অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে এই কীর্তি গড়েন।
১৫-১৯ মার্চ, ২০১৭ সালে বাংলাদেশ ১০০তম টেস্ট ম্যাচে কলম্বোর পি.সারী ওভাল স্টেডিয়ামে শ্রীলংকাকে ৪ উইকেটে পরাজিত করে। তামিম ইকবাল এই ম্যাচে ম্যাচসেরা হন ও সাকিব আল হাসান ১১৬ রান করেন।
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় লাভ করে।