সোয়াইন ফ্লু

সোয়াইন ফ্লু

  • ১১ জুন, ২০০৯ সালে বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) সোয়াইন ফুকে মহামারী ঘোষণা করে। 
  • সোয়াইন ফ্লু আক্রান্ত সর্বপ্রথম শিশু মেক্সিকোর এদগার হার্নান্দেজ। 
  • ১৮ জুন, ২০০৯ সালে বাংলাদেশে সোয়াইন ফ্লু ভাইরাস আক্রান্ত প্রথম রোগী সনাক্ত করা হয়। 
  • সোয়াইন ফ্লু ভাইরাস H₁N₁ নামে পরিচিত।
Reference: