Geoffrey Chaucer

Geoffrey Chaucer: (জিওফ্রে জেফ্রি চসার, 1340-1400)

  • তিনি 14th century'র বিখ্যাত কবি (Representative Poct) ছিলেন।
  • তিনি একাধারে কূটনীতিক, দার্শনিক, আমলা, রাজ-উপদেষ্টা ও রাষ্ট্রদূত ছিলেন। 
  • তার নামানুসারে Age of Chaucer (1340-1400) নামকরণ করা হয়েছে।
  • তাকে অনেকে Morning Star of Renaissance বলে থাকেন।

Titles: 

  • Father of English Language
  • Father of English Literature
  • Father of English Modern Poetry
  • First Humourist in English Literature
  • The first great English story-teller/ first great modernist
  • তিনিই বিশুদ্ধ ইংরেজি ভাষায় প্রথম কবিতা লিখেন। (Saxon এবং Norman যুগে বিশুদ্ধ ইংরেজি ছিল না। বি.দ্র: Father of Bengali Modern Poems - মাইকেল মধুসূদন) ।
  • তার বিখ্যাত উক্তি, 'Time and tide wait for no man.' (সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না)

দ্য ক্যান্টারবেরি টেলস মূলত ১৭,০০০ লাইন বিশিষ্ট কাব্যে রচিত একটি অসমাপ্ত বর্ণনামূলক গল্পগ্রন্থ। সাউথওয়ার্ক থেকে ক্যান্টারবেরি ক্যাথেড্রালে অবস্থিত সেন্ট থমাস বেকেটের সমাধির উদ্দেশ্যে গমনকারী তীর্থযাত্রীদের গল্প বলার প্রতিযোগিতার অংশ হিসেবে গল্পগুলো (অধিকাংশই পদ্য, যদিও কিছু কিছু গদ্যও রয়েছে) বর্ণিত হয়। প্রতিযোগিতার পুরস্কার ছিল ফেরার পথে সাউথওয়ারর্কের টাবার্ড সরাইখানায় একবেলা বিনা পয়সার খাবার। চসার তার গল্প এবং গল্পের চরিত্রগুলোর মধ্য দিয়ে সমসাময়িক ইংরেজদের সমাজের বিশেষ করে ব্রিটিশ চার্চের বিদ্রুপাত্মক ও সমালোচনামূলক চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। চসার এখানে মৌলিক ও স্বতন্ত্র চরিত্রের রূপায়ন করেছেন এর মধ্যে রয়েছে নাইট, স্কোয়ার, সৈনিক, ডক্টর, আইনঙ্গ, প্রভৃতি শ্রেণির লোক, তেমনি রয়েছে অক্সফোর্ডের কেরানী, চাষী, ব্যবসায়ী, ছুতোর, তাতি, পাচক প্রভৃতি নিচু শ্রেণির লোক। সাধু, সন্ন্যাসী, ভিক্ষুকের উপস্থিতি ও বাদ যায় নি (মোট ৩২টি চরিত্র) । গ্রন্থটি ১৪৭৮ সালে প্রথম ছাপা হয়।

চসারের কাব্য সাহিত্যেকে তিনটি ভাগে চিহ্নিত করা হয়ঃ

The French Period

The Italian Period

The English Period

এছাড়াও তার বিখ্যাত কবিতাগুলো হলোঃ

The House of Fame

Troilus and Criseyde

Nun Priest's Tale

The Parliament of Fowls

The Legend of Good Women

Reference: A hand book on English literature