Dante: (দান্তে আলিগিরি, ১২৬৫-১৩২১)
Titles:
তার বিখ্যাত Epic এর নাম: The Divine Comedy
Dante (দান্তে), Petrarch (পেত্রার্ক) এবং Boccaccio (বোক্কাচিও) এই তিন জন বিখ্যাত ইতালীয় কবিকে একত্রে The Three Crowns / Three Fountains বলা হয়।
কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় Divine Comedy অবলম্বনে তাঁর (ছায়াময়ী কাব্য রচনা করেন।
Divine Comedy এর সারসংক্ষেপ: মহাকাব্যটি তিন পর্বে বিভক্ত যথা: ইনফেরনো, পুরগাতোরিও এবং পারাদিসো । খ্রিস্টান ধর্মের দৃষ্টিকোণ থেকে দান্তের নরক ভ্রমণ ও স্বর্গ গমণের কাহিনী এ মহাকাব্যের মূল উপজীব্য। প্রকৃতপক্ষে এ কবিতায় স্রষ্টার দিকে আত্মার ভ্রমণের কথাই বলা হয়েছে। দান্তে মধ্যযুগে খ্রিস্টান ধর্মচিন্তা ও দর্শন ফুটিয়ে তুলেছেন। উত্তমপুরুষে লেখা এ কাব্যে দেখা যায় তিনটি ভিন্ন জগতে দান্তের ভ্রমণ। রোমান কবি ভার্জিলকে দেখা যায় তার নরক ও পুরিগাতোরিও ভ্রমণে নির্দেশক হিসেবে থাকতে; বিয়েত্রিচ, দান্তের প্রেমিকা, তাকে স্বর্গে নিয়ে যায়। বিয়েত্রিচ ছিলো ফ্লোরেন্স শহরের এক রমণী, যার সাথে দান্তোর শৈশবে দেখা হয়