জাতীয় সংসদের নির্বাচনি আসন
- জাতীয় সংসদের নির্বাচিত আসন ৩০০টি।
- সংরক্ষিত মহিলা আসন ৫০টি।
- জাতীয় সংসদের সর্বমোট আসন ৩৫০টি।
- সবচেয়ে কম সংসদীয় আসন রাঙামাটি-১টি, খাগড়াছড়ি-১টি এবং বান্দরবান-১।
- জাতীয় সংসদের ১নং আসন পঞ্চগড় জেলায়।
- জাতীয় সংসদের ৩০০নং আসন বান্দরবান জেলায়।
- ঢাকা সিটি কর্পোরেশনে সংসদীয় আসন ১৫টি (ঢাকা দক্ষিণ ৮টি এবং ঢাকা উত্তর-৭টি)।
- ঢাকা জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে।ঢাকা জেলায় সংসদীয় আসন সংখ্যা ২০ টি।