বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার কথা বলা হয়েছে।
১ নভেম্বর ২০০৭ সালে বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়।
১৯৯৫ সালে বিচার বিভাগ পৃথকীকরণের জন্য সাব জজ মোহাম্মদ মাজার হোসেন ও ৪৪০ জন বিচারক মাজার হোসেন বনাম বাংলাদেশ নামে মামলা দায়ের করেন।
১৯৯৯ সালে এই মামলার রায়ে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণের আদেশ দেওয়া হয়।
২০০৭ সালে নবসৃষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট থেকে নিম্ন ফৌজদারি আদালতের দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয়।