সিলেট সীমান্তের ১০০ কি.মি. দূরে ভারতের মনিপুর রাজ্যে বরাক নদীর উজানে নির্মাণ করা হচ্ছে টিপাইমুখ বাঁধ।
টিপাইমুখ বাঁধ বাংলাদেশের সুরমা নদীর উজানে নির্মিত হচ্ছে।
ভারতের বরাক ও তুইভাই নদীর মিলনস্থল টিপাইমুখ গ্রামে এই বাঁধের অবস্থান। এই বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা নদীর জলধারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।