ছিটমহল বিনিময়

ছিটমহল বিনিময় 

  • ১৬ মে, ১৯৭৪ সালে নয়াদিল্লি, ভারতে বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। 
  • বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিতে স্বাক্ষর করেন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। 
  • ২৩ নভেম্বর ১৯৭৪ বাংলাদেশের জাতীয় সংসদে স্থলসীমান্ত চুক্তি/মুজিব-ইন্দিরা চুক্তি সংবিধানের তৃতীয় সংশোধনীর মাধ্যমে পাস হয় এবং চুক্তিটি ৬ জুন ২০১৫ সালে কার্যকর হয়। 
  • ভারতের সংবিধানে চুক্তিটি অন্তর্ভুক্ত না হওয়ায় তা বাস্তবায়িত হয়নি। ভারতীয় সংবিধানের ১০০ তম সংশোধনীর মাধ্যমে স্থলসীমান্ত চুক্তি পাস হয়।
  • ৬ মে ২০১৫ চুক্তিটি ভারতের রাজ্যসভায় এবং ৭ মে ২০১৫ লোকসভায় সর্বসম্মতিতে পাস হয়। 
  • ৩১ জুলাই ২০১৫ মধ্যরাতে অর্থাৎ ১ আগস্ট ২০১৫ ভারত ও বাংলাদেশের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় হয়। 
  • চুক্তি অনুযায়ী বাংলাদেশের অর্জন ১১১টি ছিলমহল। এবং ভারত অর্জন ৫১টি ছিটমহল। 
  • বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল ছিল ১১১টি। 
  • ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহল বিদ্যমান ছিল। 
  • ভারতের অভ্যন্তরে বাংলাদেশে ছিটমহলগুলো কুচবিহার ও জলপাইগুড়ি অঞ্চলে অবস্থিত ছিল।
Reference: