যুক্তরাষ্ট্রে বাংলাদেশী অভিবাসী সম্প্রদায়
- আমেরিকায় বসবাসকারী হাজারো বাঙালি বিভিন্ন পেশায় থেকে দেশের সম্মান অক্ষুণ্ণ রেখেছেন। পৃথিবী বিখ্যাত স্থপতি এফ, আর খান (ফজলুর রহমান খান) তাদের মধ্যে অন্যতম।
- আমেরিকার শিকাগো শহরে অবস্থিত 'সিয়ার্স টাওয়ারের' স্থপতি ছিলেন ফজলুর রহমান খান।
- বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন স্থপতি এফ, আর খান।
- বাংলাদেশের আর এক প্রকৌশলী আনোয়ার জাহিদ যুক্তরাষ্ট্রের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাসে বৃহৎ প্রকল্পের প্রধান হিসেবে মনোনীত হন।
- বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী ড. এম জাহিদ হাসান অধরা কণার অস্তিত্ব আবিষ্কারে নেতৃত্ব দেন।
- ১৯ জানুয়ারি ২০২২ সালে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারপতি হিসেবে মনোনয়ন পান নুসরাত জাহান চৌধুরী। নিয়োগ চূড়ান্ত হলে তিনি হবেন প্রথম মুসলিম নারী আমেরিকান ফেডারেল বিচারপতি।
- জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত জাবেদ করিম।