কৃত্রিম বন বা সামাজিক বনায়ন কর্মসূচি
- ১৯৮১ সালে বাংলাদেশে সামাজিক বনায়নের কাজ শুরু হয়।
- চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সামাজিক বনায়ন কর্মসূচি প্রথম শুরু হয়।
- বৃক্ষরোপণে রাষ্ট্রীয় পুরস্কারের নাম প্রধানমন্ত্রীর পুরস্কার।
- ১৯৯৩ সালে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রবর্তন করা হয়।
- ১৯৮২ সালে 'ভাওয়াল জাতীয় উদ্যান' প্রতিষ্ঠিত হয়।
- উপকূলীয় সবুজ বেষ্টনী' সৃজন করা হয়েছে ১০ টি জেলায়।
- বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয় ধরনের বনভূমি।
- লাউয়াছড়া বনে বিরল প্রাণী উলুক আছে।
- বাংলাদেশে ভোলার চর কুকরি মুকরি বন্যপ্রাণীর অভয়ারণ্য ('Wildlife Sanctuary')
- চট্টগ্রামের সীতাকুন্ডুতে বাংলাদেশের প্রথম ইকোপার্কটি স্থাপিত হয়েছে।
- ''মুরাইছড়া' ইকো-পার্ক অবস্থিত মৌলভীবাজারের বড়লেখায়।
- 'সাফারি পার্ক' জীবজন্তুর অভয়ারণ্য জাতীয় পার্ক। দেশের প্রথম সাফারি পার্ক কক্সবাজার জেলার ডুলাহাজরায় অবস্থিত।