ক্রান্তীয় চিরহরিৎ ও পাতাঝরা গাছের বনভূমি

ক্রান্তীয় চিরহরিৎ ও পাতাঝরা গাছের বনভূমি

  • বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম ও সিলেটে এ বনভূমি বিস্তৃত। পাহাড়ের অধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ ও কম বৃষ্টিপ্রবণ অঞ্চলে পাতাঝরা গাছের বনভূমি দেখা যায়। 
  • অঞ্চল হিসাবে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমি (প্রায় ১২০০০ বর্গ কিমি)।
  • বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি চট্টগ্রাম বিভাগে (৪৩%)।
  • চিরহরিৎ বৃক্ষের বনভূমি দেখা যায় বান্দরবান জেলায়।                                                                                                                                                                                                                                                          
  • চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি প্রাকৃতিক বনের প্রধান বৃক্ষ গর্জন।
  • রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয় গর্জন কাঠ।
  • বাংলাদেশের সিলেটের লাউয়াছড়া জাতীয় উদ্যান চিরহরিৎ ও আধা-চিরহরিৎ জাতীয় বনাঞ্চল।
  • বাংলাদেশের গোয়াইনঘাট, সিলেটে 'সোয়াম্প ফরেস্ট' রাতারগুল অবস্থিত।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী