ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি
- বাংলাদেশের প্লাইস্টোসিনকালের সোপানসমূহে এ বনভূমি রয়েছে। এ বনভূমিকে দুইভাগে ভাগ করা যায়। ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার মধুপুর ও ভাওয়ালের বনভূমি এবং দিনাজপুর ও রংপুর জেলার বরেন্দ্র বনভূমি।
- শীতকালে এ বনভূমির গাছের পাতা ঝরে যয়। গ্রীষ্মকালে আবার নতুন পাতা গজায়।
- বাংলাদেশের শালবৃক্ষের জন্য বিখ্যাত ভাওয়াল ও মধুপুরের বনভূমি।