বায়ু দুষণ
বায়ু দূষণ
- বায়ু দূষণের জন্য দায়ী গ্যাস CO₂ (কার্বন-ডাই-অক্সাইড)।
- গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় বিষাক্ত গ্যাস কার্বন মনোক্সাইড থাকে।
- যানবাহনের কালো ধোঁয়া বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে পরিবেশকে দূষিত করে। কার্বন মনোক্সাইড মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে।
- দুই স্ট্রোকবিশিষ্ট ইঞ্জিনে চার স্ট্রোকবিশিষ্ট ইঞ্জিনের চাইতে বায়ু দূষণ বেশি হয়।
- ১১ জানুয়ারি, ২০০৩ সালে ঢাকা মহানগরীতে টু-স্ট্রোক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়।
- ঢাকা শহরের বাতাসে বিপদজ্জনক বায়ু দূষণ লেড বা সিসা।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী