ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড় (Cyclone)
- ঘূর্ণিঝড়কে সাময়িক প্রাকৃতিক দুর্যোগ বলা হয়।
- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বাংলাদেশের অধিকাংশ ঘূর্ণিঝড় হয়।
- আশ্বিন-কার্তিক এবং চৈত্র-বৈশাখ মাসে বাংলাদেশে ঘূর্ণিঝড় বেশি সংঘটিত হয়।
- ঘূর্ণিঝড় বেশি হয় দেশের পূর্বাংশে।
- ১৫ নভেম্বর, ২০০৭ সালে বাংলাদেশে সিডর আঘাত হানে।
- সিংহলী ভাষা থেকে ঘূর্ণিঝড় সিডর' শব্দটি এসেছে। সিডর' (SIDR) শব্দের অর্থ চাখ (Eye)
- ২৫-২৬ মে, ২০০৯ সালে হারিকেন আইলা বাংলাদেশের সমুদ্র উপকূলে আঘাত হানে। 'আইলা' অর্থ ডলফিন বা শুশুক জাতীয় প্রাণী।
- স্থান অনুসারে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়।
- ফনী ঘূর্ণিঝড় ২০১৯ সালে বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানে।
- মহাসেন' শব্দটি সাইক্লোন এর সাথে সম্পর্কিত একটি নাম। ২০১৩ সালে মহাসেন ঘূর্ণিঝড় আঘাত হানে।
- বাংলাদেশে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় আঘাত হানে ভোলা জেলায়।
- বাংলাদেশের সবচেয়ে প্রাণ ও সম্পদ বিনষ্টকারী ঝড় ছিল ১৯৭০ সালের ঘূর্ণিঝড়।
- ১৯৭১ সালে বাংলাদেশে দ্বিতীয় প্রলয়ঙ্কারী ঝড়টি হয়। এ ঝড়ের পর ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী Operation Manna নামে ত্রাণকার্য পরিচালনা করে।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী