ষষ্ঠ জনশুমারি ও গৃহগণ্নার ফলাফল

ষষ্ঠ জনশুমারি ও গৃহগণ্নার ফলাফল

বিষয়তথ্য
মোট জনসংখ্যা১৬,৫১,৫৮,৬১৬ জন। পুরুষ: (৮,১৭,১২,৮২৪ জন) নারী: (৮,৩৩,৪৭,২০৬ জন) তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী: (১২,৬২৯ জন)।
জনসংখ্যা বৃদ্ধির হার১.২২%
জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকিলোমিটারে)১,১১৯ জন
পুরুষ ও নারীর অনুপাত৯৮.০৪: ১০০
সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব)৭৪.৬৬%
ধর্মভিত্তিক জনসংখ্যামুসলমান: ৯১.০৪%; হিন্দু: ৭.৯৫%: বৌদ্ধ: ০.৬১%; খ্রিষ্টান: ০.৩০%; অন্যান্য: ০.১২%
জনসংখ্যায় বৃহত্তম বিভাগঢাকা
জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগবরিশাল
জনসংখ্যায় বৃহত্তম জেলাঢাকা
জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলাবান্দরবান
বিভাগ হিসেবে জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে বেশিঢাকা বিভাগে (প্রতি বর্গকিমি ২,১৫৬ জন)
বিভাগ হিসেবে জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কমবরিশাল বিভাগে (প্রতি বর্গকিমি ৬৮৮ জন)
জেলা হিসেবে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশিঢাকা জেলায় (প্রতি বর্গ কিমি ১০,০৬৭ জন)
জেলা হিসেবে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কমরাঙ্গামাটি (প্রতি বর্গকিমি ১০৬ জন)
জেলা হিসেবে সারক্ষরতার হার সবচেয়ে বেশিপিরোজপুর (৮৫.৪১%)
জেলা হিসেবে সারক্ষরতার হার সবচেয়ে কমজামালপুর (৬১.৫৩%)
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা মোট৫০টি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট জনসংখ্যার শতকরা হার০.৯৯%
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশিচাকমা (৪,৮৩,২৯৯ জন)
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কমভিল (৯৫ জন)
বিভাগ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস সবচেয়ে বেশিচট্টগ্রাম বিভাগে (৯,৯০,৮৬০ জন)
জেলা হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস সবচেয়ে বেশিরাঙ্গামাটি জেলায় (৩,৭২,৮৬৪ জন)
ইন্টারনেট ব্যবহারকারী

 ৫ বছর ও তদুর্ধ্ব ৩০.৬৮%

 ১৮ বছর ও তদুর্ধ্ব.৩৭%

মুঠোফোন ব্যবহারকারী 

৫ বছর ও তদুর্ধ্ব ৫৫.৮৯%

১৮ বছর ও তদুর্ধ্ব ৭২.৩১%

Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী