সাঁওতাল
সাঁওতাল
- সাঁওতাল সমতলে বসবাস করে। রাজশাহী ও দিনাজপুরে মূলত এদের বসবাস।
- সাঁওতালদের ধর্মগ্রন্থ নেই, তবে ধর্ম আছে।
- সাঁওতালদের শ্রেষ্ঠ উৎসব 'সোহরাই'।
- ১৮৫৫-৫৬ সালে সাঁওতাল বিদ্রোহ হয়। ৩০ জুন সাঁওতাল বিদ্রোহ দিবস।
- সিধু-কানু সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা।
- সাঁওতালদের জনপ্রিয় নাচ ঝুমুর।
- সাঁওতালদের পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী