খাসিয়া

খাসিয়া

  • গারোদের মত খাসিয়া সমাজও মাতৃতান্ত্রিক।
  • খাসিয়া গ্রামগুলো 'পুঞ্জি' নামে পরিচিত
  • সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় খাসিয়াদের বসবাস। 
  • খাসিয়াদের নিজস্ব ভাষার নাম 'মনখেমে' যার কোনো লিখিত বর্ণমালা নেই।
  • খাসিয়াদের উৎপাদিত পান বাংলাদেশে খুব জনপ্রিয়। খাসিয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকেরা বাড়িতে অতিথি এলে পান, সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করে।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী